‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Abna
শুক্রবার

৩০ সেপ্টেম্বর ২০১১

৮:৩০:০০ PM
268970

মসজিদে নির্মাণার্থে সাহায্য সংগ্রহে ম্যারাডোনার প্রচেষ্টা

‘যিয়াব আওয়ানাহ’ নামক একটি মসজিদ নির্মাণের অর্থ সংগ্রহের জন্য চেষ্টা চালাচ্ছেন আর্জেন্টিনার সর্বকালের শ্রেষ্ট ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘যিয়াব আওয়ানাহ’ আরব আমিরাতের জাতীয় ফুটবল টিমের সদস্য, লেবাননের সাথে এক ম্যাচে তিনি পায়ের পেছনের অংশ দিয়ে পেনাল্টি শট করেছিলেন। এ বিষয়টিকে কেন্দ্র করে অভ্যন্তরিন ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তিনি গত সপ্তাহে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের দাতা পরিষদ ‘যিয়াব আওয়ানাহ’র স্মরণে যে কোন একটি মুসলিম দেশে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আর এরই ভিত্তিতে উক্ত মসজিদের নির্মাণের অর্থ সংগ্রহের জন্য সহযোগিতার আহবান জানিয়েছে আরব আমিরাতের দাতা পরিষদ।

আর্জেন্টিনার প্রাক্তন ফুটবল কোচ ও সংযুক্ত আরব আমিরাতের ‘আল-ওয়াসল’ টিমের বর্তমান কোচ দিয়েগো ম্যারাডোনাও এ অর্থ সংগ্রহে সহযোগিতা করতে চান।

তিনি এমিরাত কাপে’র তৃতীয় সপ্তাহে ‘আল-ওয়াহদাহ’ টিমের বিপক্ষে ম্যাচের দিন আর্থিক সহযোগিতা সংগ্রহের জন্য চারটি দানবাক্স রাখবেন বলে জানা গেছে। এর মধ্যে একটি দানবাক্সের পেছনে স্বয়ং তিনি উপস্থিত থাকবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, আর্জেন্টিনার সর্বকালের শ্রেষ্ট এ ফুটবলিস্ট সংযুক্ত আরব আমিরাতের ‘বানি ইয়াস’ টিমের সদস্য উক্ত খেলোয়াড়ের মৃত্যুর পর তার পরিবারের প্রতি বাণী প্রেরণ পূর্বক সমবেদনা জ্ঞাপন করেন।#