‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : আবনা
বুধবার

২৭ জুন ২০১২

৭:৩০:০০ PM
325530

শিয়া হলেন সুইজারল্যান্ডের জাতীয় ফুটবল খেলোয়াড় ফিলিপ সান্ড্রোস + ছবি

সুইজারল্যান্ডের জাতীয় ফুটবল টিম ও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী আর্সেনাল ফুটবল টিমের সাবেক সদস্য ‘ফিলিপ সান্ড্রোস’ ধর্ম বিষয়ে পড়াশুনা শেষ করেছেন। অতঃপর বিভিন্ন মাযহাব সম্পর্কে অনেক স্ট্যাডি করেন। ইসলামি গ্রন্থসমূহ অধ্যয়নের পর অবশেষ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং শিয়া মাযহাবকে নিজের মাযহাব হিসেবে বেছে নেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সুইজার‌ল্যান্ড জাতীয় ফুটবল টিম ও ইংল্যান্ডের ঐতিহ্যবাহী আর্সেনাল ফুটবল টিমের সাবেক খেলোয়াড় ‘ফিলিপ সিলভেইন সান্ড্রোস’ –বর্তমানে ফুলহ্যাম টিমের ডিফেন্ডার- ম্যানচেষ্টার ইসলামি কেন্দ্রে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং শিয়া মাযহাবকে নতুন মাযহাব হিসেবে গ্রহণ করেছেন।

সান্ড্রোস (২৭) পূর্বে ইংল্যান্ডের আর্সেনাল, এভারটন এবং ইতালী’র এসি মিলান টিমেও খেলেছেন। তিনি ইসলাম গ্রহণের পূর্বে ধর্ম বিষয়ে পড়াশুনা শেষ করেন। অতঃপর বিভিন্ন মাযহাব সম্পর্কে তিনি অধ্যয়ন শুরু করেন।

ইয়াং রিপোটার্স ক্লাবের লেখা অনুযায়ী, ধর্মীয় বিষয়ের প্রতি তার আগ্রহ এতটাই বেশী ছিল যে, ইতিপূর্বে তিনি আর্সেনালের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারের বলেছিলেন যদি তিনি ফুটবলিস্ট না হতেন তবে একজন ধর্মযাজক হয়ে গীর্জায় জীবন-যাপন করতেন।

ফিলিপের খ্রিষ্টান ধর্মের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও অবশেষে ইসলামি গ্রন্থাবলি স্ট্যাডি করার পর ইসলাম ধর্মের সত্য ও সার্বজনিনতার বিষয়টি তার সম্মুখে স্পষ্ট হয় এবং অবশেষে তিনি শিয়া মাযহাবকে গ্রহণ করেন।। তিনি ম্যানচেষ্টার ইসলামি কেন্দ্রে উপস্থিত হয়ে শিয়া আলেমের সম্মুখে কলেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বার্তা সংস্থা শাবিস্তান এ ঘটনার বিশ্লেষণে লিখেছে : ‘ইতিপূর্বে অনেক বিখ্যাত ফুটবলিস্ট বিভিন্ন সুন্নি ও ওয়াহাবী কেন্দ্রে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু সান্ড্রোস লন্ডনের পশ্চিম অঞ্চলের ফুলহাম ক্লাবের সদস্য –যার মালিক হচ্ছেন একজন মিশরীয় ধনকূবের যার চিন্তা-ভাবনা ওয়াহাবীদের কাছাকাছি-, তা সত্ত্বেও তিনি শিয়া আলেমের নিকট কালেমায়ে শাহাদাত পাঠের জন্য প্রায় ১’শ কিলোমিটার পথ পাড়ী দিয়ে ম্যানচেষ্টারে এসেছেন।

বলাবাহুল্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম গ্রহণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ইতিপূর্বে বিখ্যাত ফুটবলিস্ট ‘ফ্রাঙ্ক রিবেরী’, ‘থিয়েরী অঁরি’, ‘রবিন ভ্যান পার্সি’, ‘উমার ডাফ’, ‘এইবেল খাভির’, ‘ডেভিড ট্রাজেগে’ ও ‘নিকোলাস আনেলকা’ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।#

     আর্সেনালে অবস্থানের সময় কোচ আর্সেন ওয়েঙ্গারের সাথে সান্ড্রোস

                  মিলানে খেলার সময়ের ছবি

           এভারটনে ক্লাবে যোগদানের দৃশ্য

         ম্যানচেষ্টার ইসলামি কেন্দ্রের শিয়া আলেমের পাশে স্যান্ড্রোস