‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Radio Tehran
মঙ্গলবার

২৯ জানুয়ারী ২০১৩

৬:২৯:০০ AM
385872

ওই ঘড়ি চালায় জিন! : মধ্যযুগে মুসলমানদের ঘড়ি সম্পর্কে ইউরোপীয় সম্রাট

আজ থেকে ১১৯৯ বছর আগে ৮১৪ খ্রিস্টাব্দের এ দিনে ফ্রাঙ্কদের রাজা শার্লিমেইন মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৭২।

বার্তা সংস্থা আবনা : আজ থেকে ১১৯৯ বছর আগে ৮১৪ খ্রিস্টাব্দের এ দিনে ফ্রাঙ্কদের রাজা শার্লিমেইন মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৭২।

শার্লিমেইন ইতালি ও মধ্য ইউরোপ জয় করেছিলেন। এইসব বিজয়ে পর পোপ তৃতীয় লিও তাকে রোমান সাম্রাজ্যের সিংহাসনে বসান। তার আগে পশ্চিম ইউরোপে তিন শ বছর ধরে কোনো রোমান সম্রাটের কর্তৃত্ব ছিল না।

শার্লিমেইন অধিকৃত অঞ্চলে তার বিরোধীদের নির্দয়ভাবে দমন করতেন এবং অনবরত মুসলিম স্পেন বা আন্দালুসিয়ায় হামলা চালিয়েছেন। কিন্তু তিনি স্পেনের মুসলমানদের পরাজিত করতে পারেননি।

জ্ঞান-বিজ্ঞানে উন্নত বাগদাদের মুসলমানরা শার্লিমেইনের কাছে একটি উন্নতমানের যান্ত্রিক ঘড়ি পাঠিয়েছিল উপহার হিসেবে। কিন্তু শার্লিমেইন ও ইউরোপীয়রা বহু দিন ধরে এ ঘড়িটিকে সন্দেহের চোখে দেখত। তারা ভাবত যে এর ভেতরে একটি জিন রয়েছে, ওই জিন দিবসের সময় ও অতিক্রান্ত ঘণ্টাগুলো প্রদর্শন করছে!

এ থেকে বোঝা যায়, মধ্যযুগে  মুসলিম বাগদাদ যখন গোটা বিশ্বে জ্ঞানের শীর্ষ-কেন্দ্র হিসেবে বিবেচিত হত তখন ইউরোপ ছিল জ্ঞান-বিজ্ঞানে অজ্ঞতার অন্ধকারে।

অবশ্য পরবর্তী যুগে (গত কয়েক'শ বছরে) মুসলিম শাসকদের নানা ভুল নীতি এবং পৃষ্ঠপোষকতার অভাবে মুসলমানরা জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির ধারা ধরে রাখতে পারেনি। #রেডিও তেহরান