‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IRIB
বৃহস্পতিবার

১৭ মার্চ ২০১৬

৩:০০:৩১ PM
741691

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলায় ২২ জন নিহত

মাইদুগুরি শহরের উপকণ্ঠে অবস্থিত ওমারারি মসজিদের ভেতর ওই হামলাকারীদের একজন প্রথম বোমার বিস্ফোরণ ঘটায়।

আবনা ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মাইদুগুরি শহরে ফজরের নামাজের সময় একটি স্থানীয় মসজিদে দুইজন নারী আত্মঘাতীমূলক বোমা হামলা চালালে অন্তত ২২ ব্যক্তি নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
মাইদুগুরি শহরের উপকণ্ঠে অবস্থিত ওমারারি মসজিদের ভেতর ওই হামলাকারীদের একজন প্রথম বোমার বিস্ফোরণ ঘটায় এবং এরপর আতঙ্কগ্রস্ত মুসল্লীরা প্রাণ বাচাঁতে পালানোর সময় দ্বিতীয় নারী মসজিদ ভবনের বাইরে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটালে এসব ব্যক্তি প্রাণ হারায়।
আজ (বুধবার) এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে বোরনো রাজ্যের জরুরী বিভাগের মুখপাত্র আব্দুল্লাহি ওমর নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
তবে জরুরী বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হামলায় ২২ জন নিহত হওয়ার পাশাপাশি আরো ৩৫ জন আহত হয়।এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি। তবে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম এই ধরনের পাশবিক হামলা চালিয়ে আসছে।#