‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

১৮ আগস্ট ২০১৬

১২:৩৩:০১ PM
772796

তুরস্কে গাড়ী বোমা বিস্ফোরণ ; ৪৩ জন হতাহত

তুরস্কের ‘ভান’ প্রদেশে একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ঘটানো গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা-: তুরস্কের ‘ভান’ প্রদেশে একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে গাড়ী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। তথ্য গণমাধ্যমের।

তুরস্কের দৈনিক হুররিয়াত লিখেছে, এতে অন্তত ৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এর সাথে জড়িতদের বিষয়ে কোন তথ্য প্রকাশ করেননি স্থানীয় কর্মকর্তারা। তবে স্থানীয় জনগণ এর জন্য পিকেকে দায়ী করছে।

বলা হচ্ছে যে, পিকেকে’র (কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি) সদস্যরা বিস্ফোরক দ্রব্যধারী একটি ট্রাক ভান শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ঐ পুলিশ স্টেশনে বিস্ফোরণ ঘটিয়েছে।

বিস্ফোরণ পরপরই এ্যাম্বুলেন্সে করে আহতদেরকে দ্রুত হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, হামলার সাথে জড়িতদের আটক করতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। হামলার সাথে জড়িতদের বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। তবে সশস্ত্র কুর্দিরা ইতিপূর্বে বহুবার তুরস্কের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্টেশনকে লক্ষ্য করে গাড়ী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

বলাবাহুল্য, গত বছর জুলাই মাসে তুরস্ক সরকার ও পিকেকে’র মধ্যকার যুদ্ধ বিরতি লঙ্ঘনের পর থেকে তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকায় বহু সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে একই সময়ে দিয়ার বাকারের অন্তবর্তী ‘সুর’ শহরে দু’টি বিস্ফোরণে অন্তত ৬ জন সরকারি সেনা নিহত এবং অপর ২১ জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জন পুলিশ বাহিনীর সদস্য রয়েছে।#