২৮ আগস্ট ২০১৬ - ১৫:১৬
ইয়েমেনের তায়েজ শহরে সৌদি বিমান হামলায় ২১ জন হতাহত

ইয়েমেনের দক্ষিন-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের একটি টার্মিনালে সৌদি বিমান হামলায় অন্তত ২১ ব্যক্তি হতাহত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গতকাল (শনিবার, ২৭ আগস্ট) তায়েজ প্রদেশের ‘মোফাররাক শোরআব’ এলাকায় একটি টার্মিনালে সৌদি বিমান হামলায় নারী ও শিশুসহ উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক ইয়েমেনি হতাহত হয়েছেন।

আল-মাসিরা নিউজ চ্যানেলের প্রতিবেদনের ভিত্তিতে এ হামলায় ১০ জন শহীদ এবং অপর ১১ জন আহত হয়েছেন।

আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় শহীদদের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

প্রসঙ্গত, ইয়েমেনের অসহায় জনগণের বিরুদ্ধে সৌদি আরব বর্বর হত্যাযজ্ঞ চালালেও আন্তর্জাতিক সমাজ রহস্যজনকভাবে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। আর আন্তর্জাতিক সমাজের এ নিরবতা ইয়েমেনের নিরাপরাধ জনগণের উপর অমানবিক হামলার জন্য সৌদি আরবকে আরো উস্কে দিচ্ছে।#