আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ১৯ বছর বয়সী ঐ ফিলিস্তিনি কিশোর শুক্রবার (৯ সেপ্টেম্বর) জায়নবাদী ইসরাইলি সৈন্যদের গুলিতে গাজা উপত্যকায় শহীদ হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আব্দুর রহমান দাব্বাগ’ (১৯) আল-বুরাইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে মুখে গুলি বিদ্ধ হয়ে শহীদ হন।
এদিকে, ইউনাইটেড নেশন্স অফিস ফর দ্যা কোঅরডিনেশন অব হিউম্যানিটারিয়ান এ্যাফেয়ার্স (UCHA) জানিয়েছে, দখলদার সৈন্যরা গত ২ সপ্তাহে ৩ ফিলিস্তিনিকে হত্যা, ৬৬ জনকে আহত এবং ২৩৯ জনকে আটক করেছে।
ফিলিস্তিনিনের গণসংযোগ বিভাগের প্রতিবেদনে UCHA –এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গত ১৪ দিনে বুলডোজারসহ অন্যান্য ভেহিকল দিয়ে ফিলিস্তিনিদের ২৮টি বাড়ি ভেঙ্গে দিয়েছে দখলদাররা।
এতে আরো বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এ নাগাদ ১৬ শিশুসহ মোট ৬১ জন ফিলিস্তিনিকে ইসরাইল বিরোধী পদক্ষেপের ভূয়া অভিযোগে গুলি করে হত্যা করেছে জায়নবাদী সেনারা।
উচা’র ঐ প্রতিবেদনে বলা হয়েছে, জায়নবাদী সৈন্যরা কুদস ইন্তিফাদা’র ৩ শহীদের লাশ গত ২ সপ্তাহে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এখনো কুদস ইন্তিফাদা’র ১২ জন শহীদদের লাশ জায়নবাদীদের নিকট রয়েছে। ঐ সকল শহীদদের লাশ হস্তান্তরের অপেক্ষায় প্রহর গুণছে তাদের পরিবারগুলো।
একইভাবে গত ২ সপ্তাহে পশ্চিমতীরের বিভিন্ন এলাকায় জায়নবাদি সৈন্যদের গুলিতে ১ নারী ও ২ শিশুসহ ৬৬ জন ফিলিস্তিনি আহত হয়েছে।#



