‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১৪ সেপ্টেম্বর ২০১৬

৪:২৫:৩২ PM
779053

দায়েশের ঈদ উপহার ; ১৫ জনকে জবাই করে হত্যা (ছবি ১৮+)

পবিত্র ঈদুল আযহার দিনে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা যখন আনন্দ-উৎসবে ব্যস্ত ঠিক তখনই চরম নৃশংসভাবে ১৫ সিরিয় যুবককে সিরিয়ার পূর্বাঞ্চলীয় ডেইর এয-যোর শহরে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : গত সোমবার (১২ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আযহার দিন, কসাইখানাতে দুম্বা জবাই করার একই কায়দায় সিরিয় যুবকদের জবাই করে হত্যা করে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ (আইএসআইএল)।

মানবতা বিরোধী বর্বর সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ পবিত্র এ দিনে ১৫ ব্যক্তিকে হাত বাঁধা অবস্থায় নৃশংসভাবে গলা কেটে হত্যা করে।

ডেইর এয-যোরে (দায়েশের কথিত নাম আল-খাইর) দায়েশের গণমাধ্যম এ নৃশংস এ অপরাধকর্মের ভিডিও প্রকাশ করেছে।

দায়েশ ঐ সকল ব্যক্তির বিরুদ্ধে মার্কিন জোটের জন্য গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে।

সন্ত্রাসী এ গ্রুপটির দাবী, ঐ সকল ব্যক্তিরা দায়েশের বিভিন্ন তথ্য ও তাদের ঘাঁটি থেকে তোলা ছবি ইন্টারনেটের মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছে পাচার করত।

প্রকাশিত ঐ ভিডিওতে দেখা গেছে, হাত বাঁধা কয়েকজন ব্যক্তিকে পরস্পরের পাশে বসানো হয়েছে। এরপর দায়েশের জল্লাদ তাদেরকে একে একে নির্বাচন করে দুম্বার মত করে তাদের শরীর থেকে তাদের মাথাগুলোকে আলাদা করছে।

ভিডিওতে আরো দেখানো হয়েছে, কয়েকজন ব্যক্তিকে উল্টো করে সিলিংয়ের সাথে ঝুলানো হয়েছে। দায়েশের এ বর্বরতার হাত থেকে রেহাই পায়নি তারাও, তবে দায়েশের জল্লাদ তাদের শরীর থেকে মাথাগুলোকে পৃথক করেনি।

ঐ ভিডিওতে দায়েশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, অতি শীঘ্রই গোয়েন্দাদের আরেকটি দলের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

ডেইর এয-যোর অঞ্চলে মানবাধিকার বিষয়ে সক্রিয় ‘আবুস আওস আল-ডেইরি’ জানিয়েছেন, দায়েশের খেলাফত ঘোষণার পর থেকে প্রকাশিত সকল ভিডিওর মধ্যে এটাই ছিল সবচেয়ে নৃশংস ভিডিও।

তিনি বলেন: পবিত্র ঈদুল আযহার দিনে এ ধরনের ভিডিও প্রকাশ করা স্বয়ং পবিত্র ঈদের দিন এবং সকল মুসলমানদের প্রতি অবমাননা।#