‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

১৫ সেপ্টেম্বর ২০১৬

১:০৫:৪১ PM
779222

হজ করলেন নওমুসলিম ব্রিটিশ রাষ্ট্রদূত (ছবি)

ইসলাম ধর্ম গ্রহণের পর চলতি বছর সস্ত্রীক হজ করেছেন সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইসলাম ধর্ম গ্রহণের পর চলতি সপ্তাহে সস্ত্রীক হজ সম্পাদন করেছেন সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সিমোন কোলিস।

কোলিস হলেন প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত, যিনি ইসলাম ধর্ম গ্রহণ, অতঃপর হজ করেছেন।

ইহরাম পরিহিত অবস্থায় ব্রিটেনের রাষ্ট্রদূতের একটি ছবি টুইট করেন কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের ফৌজিয়া আল-বাকার। ঐ ছবির নিচে ফৌজিয়া লিখেছেন, ‘সিমোন কোলিস হচ্ছে প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি তার সিরিয়ান বংশোদ্ভূত স্ত্রী মিসেস হুদা’র সাথে মক্কাতে হজব্রত পালন করছেন’।

ঐ ছবি পোস্ট করার জন্য ব্রিটিশ এ কূটনৈতিক ফৌজিয়া আল-বাকারকে কৃতজ্ঞতা জানিয়ে তার ইসলাম গ্রহণের বিষয়টি মহান আল্লাহ্ প্রদত্ত একটি উপহার বলে আখ্যায়িত করেছেন।

সিমোন কোলিস ১৯৮৭ সালে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের পর আরবি ভাষা শেখেন। কর্মজীবনের বেশিরভাগ সময় তিনি মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয় অঞ্চলে কাটিয়েছেন।

১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি বাহরাইনে ব্রিটিশ দূতাবাসে কর্মরত ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি তিউনিশিয়াতে এবং ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত ওমানে দায়িত্বরত ছিলেন। কোলিস ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দুবাইতে কন্সাল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৫ সাল পর্যন্ত ইরাকে ব্রিটিশ কন্সাল হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

বিভিন্ন দেশে ব্রিটিশ দূতাবাসে সফলতা অর্জনের পর ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইরাকে রাষ্ট্রদূতের দায়িত্বে নিয়োজিত হন। এরপর ২০১২ পর্যন্ত তিনি সিরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

২ বছর ইরাকের ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৫ সালে সৌদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।#গার্ডিয়ান