‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৮ অক্টোবর ২০১৬

৫:১৫:৫৬ PM
784295

সানয়ায় কুলখানি’র অনুষ্ঠানে বিমান হামলা ; ৬৫০ জন হতাহত (আপডেট)

ইয়েমেনের রাজধানী সানয়া’র দক্ষিনাঞ্চলীয় একটি এলাকায় অনুষ্ঠিত একটি কুলখানি’র অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় অন্তত ৬ শত ৫০ ব্যক্তি হতাহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইয়েমেনের রাজধানী সানয়ার দক্ষিন অঞ্চলে একটি ইসালে সওয়াবের অনুষ্ঠানে চালানো সৌদি বিমান হামলায় অন্তত ১০৪ জন শহীদ এবং ৫৫০ জন হতাহত হয়েছেন।

ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী ‘জালাল আর-রাভিশানে’র বাবার স্মরণে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটিকে লক্ষ্য করে ৪ দফায় বিমান হামলা চালানো হয়। আহতদের সাহায্যার্থে এগিয়ে আসা মেডিকেল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর দু’দফা হামলা চালানো হয়। মেডিকেল কর্মীরাও ঐ হামলায় আক্রান্ত হয়েছে।

ইয়েমেনে’র বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, সৌদি ঐ বিমান হামলায় অন্তত ৬৫০ জন হতাহত হয়েছে। আহতদেরকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, বলা হচ্ছে যে, ঐ অনুষ্ঠানে ৩ হাজারেরও বেশী লোক অংশগ্রহণ করেছিল।

রাশিয়া ভিত্তিক বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে নিহতদের সংখ্যা বাড়তে পারে।

আনসারুল্লাহ জানিয়েছে, এতে বহু লোক হতাহত হয়েছে।

সম্প্রতি, ইয়েমেন হামলার বিষয়ে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত তদন্তের প্রস্তাবকে নাকচ করে দিয়েছে সৌদি আরব।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যাইদ রায়াদ আল-হুসাইন এবং ইউরোপীয় বেশ কয়েকটি দেশ ইয়েমেন আগ্রাসনের বিষয়ে একটি সতন্ত্র আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবী জানিয়েছে।#