‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৪ অক্টোবর ২০১৬

৮:৩৩:১২ AM
785389

পবিত্র মহররম উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ট্রাষ্ট আয়োজিত ১০ দিন ব্যাপী শোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ১ থেকে ১০ মহররম পর্যন্তদশদিন ব্যাপীআয়োজিত শোক মজলিশে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিষয়ক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসাইন। সমাপনীতথা ১০ম (আশুরা) দিনে হযরত ইমাম হোসাইন (আ.) এর পবিত্র শাহাদাতের স্মরণেএকটি শোক মিছিল নগরীর আলতাপোল লেন-এ অবস্থিত ইমামবাড়ি থেকে সকাল ১০টায় বের হয়।

শোক মিছিলের আগেঅনুষ্ঠিত শোক মজলিশে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হোসাইন। তিনি বলেন:ইসলামকে রক্ষা করতে গিয়ে নবীর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আঃ) পরিবার-পরিজন ও সঙ্গি-সাথী নিয়ে ৬১ হিজরীতে কারবালার প্রান্তে নির্মমভাবে শাহাদাত বরণ করে যে মহান আত্মত্যাগের নির্দশন রেখে গেছেন সেই আত্মত্যাগ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে।পাশাপাশি বর্তমান বিশ্বে পবিত্র ধর্ম ইসলামকে কলঙ্কিত করার উদ্দেশ্যে যেসকল জঙ্গি গোষ্ঠি ইসলামের নামে মানুষ হত্যাসহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেবিষয়ে সতর্ক থাকতে হবে এবং সকল মানুষের কাছে সত্য দ্বীনকে সঠিকভাবে তুলে ধরতে হবে, তাহলেই ইমাম হোসাইন (আঃ)-এর মহান ত্যাগ সার্থকতা লাভ করবে।

আলোচনা শেষে একটি শোক ও মাতম মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ইমাম বাড়িতে গিয়ে শেষ হয়। শোক মিছিলে খুলনা ও অন্যান্য এলাকা থেকে আগত আহলে বাইত (আ.) এর ভক্ত নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।#