‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২১ অক্টোবর ২০১৬

৩:৪২:৩৩ PM
786912

সানয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে প্রস্তুত খুলানের বিভিন্ন গোত্রের যোদ্ধারা

অস্ত্র হাতে খুলান এলাকার বিভিন্ন গোত্রের শত শত যোদ্ধা ইয়েমেনের রাজধানী সানয়া’র উত্তর দিকের প্রবেশ মুখে সমবেত হয়ে এ বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেছে যে, তারা মৃত্যুকে ভয় পায় না, তাদের শহীদদের রক্তের প্রতিশোধ তারা নেবে। দেরীতে হোক বা দ্রুত তারা আগ্রাসীদের শাস্তি দেবেই।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সৌদি আরবের বিরুদ্ধে সানয়া প্রদেশের অন্তবর্তী খুলান এলাকা’র যোদ্ধারা সমবেত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বিরোধী জোটের মোকাবিলা এবং সানয়া’র শহীদদের রক্তের প্রতিশোধ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ইয়েমেনের খুলান এলাকার বিভিন্ন গোত্রের সকল যোদ্ধা। সানয়ার ঐ কুলখানীর অনুষ্ঠানে সৌদি জোটের হামলায় হতাহতদের অধিকাংশই খুলানের বিভিন্ন গোত্রের সদস্য।

অস্ত্র হাতে খুলান এলাকার বিভিন্ন গোত্রের শত শত যোদ্ধা ইয়েমেনের রাজধানী সানয়া’র উত্তর দিকের প্রবেশ মুখে সমবেত হয়ে এ বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেছে যে, তারা মৃত্যুকে ভয় পায় না। তাদের শহীদদের রক্তের প্রতিশোধ তারা নেবে। দেরীতে হোক বা তাড়াতাড়ি তারা আগ্রাসীদের শাস্তি দেবেই।

খুলান গোত্রপতিদের একজন জানিয়েছেন, নৃশংস এ হত্যাকাণ্ড ও প্রকাশ্য এ অপরাধ গোটা মানব জাতির জন্য লজ্জাজনক। এ হামলা খুলান গোত্র ও ইয়েমেনের জনগণের বিরুদ্ধে চালানো হয়েছে। খুলান এলাকার গোত্রগুলোর সদস্যরা, এমনকি ইয়েমেনের অন্য গোত্রের সদস্যরা মৃত্যুকে ভয় পায় না। তারা শহীদদের রক্তের প্রতিশোধ নিতে প্রস্তুত, তারা আগ্রাসীদের শাস্তি দিতে অক্ষম নয়।

সমাবেশে অংশগ্রহণকারী এক ব্যক্তি জানান: সানয়ায় আয়োজিত ঐ অনুষ্ঠানের আয়োজক ছিল খুলানের গোত্রগুলো। এ কারণেই এর প্রতিশোধ নিতে ইয়েমেনের অন্য গোত্রের চেয়ে আগ্রগামী আমরা। ইয়েমেনের অন্যান্য গোত্র আমাদেরকে সহযোগিতা করছে এবং তারা যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুত।

সমাবেশ উপস্থিতদের একজন বলেন, আমরা এখানে সৌদি আগ্রাসনের নিন্দা জানাতে সমবেত হয়েছি। আমরা মহান আল্লাহর পথে স্বদেশ রক্ষায় এবং নিজেদের সম্মান রক্ষায় জীবন-দিতে প্রস্তুত।

গোত্রপতিরা, ইয়েমেনের গণ ও সেনাবাহিনী’র বীরোচিত প্রতিরোধের ভূয়সী প্রসংশা করে আগ্রাসী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত এবং নিজেদের সম্মান রক্ষার দাবী জানিয়েছেন।

প্রসঙ্গত, সৌদি নেতৃত্বাধীন জোট গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানয়া’র এক অডিটোরিয়ামে আয়োজিত একটি কুলখানি’র অনুষ্ঠানে ৩ দফা বিমান হামলা চালায়। এতে অন্তত ১৫০ জন শহীদ এবং শত শত ব্যক্তি আহত হন।

নৃশংসভাবে বিমান হামলা চালিয়ে বিগত ১৮ মাস যাবত ইয়েমেনের জনগণের মনে ত্রাস সৃষ্টির লক্ষ্যে অপচেষ্টা অব্যাহত রেখেছে সৌদি আরব। এর মাধ্যমে তারা চায় যেন জনগণ আনসারুল্লাহ’র যোদ্ধা ও সেনাবাহিনী’র উপর থেকে নিজেদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাহার করে নেয়। কিন্তু সৌদি আরবের এ কূট কৌশল শুধুমাত্র কাগজ কলমে নিজের কারিশমা দেখাতে পেরেছে, বাস্তবে ইয়েমেনিরা তাদের সকল সামর্থকে কাজে লাগিয়ে আলে সৌদে’র বিরুদ্ধে যুদ্ধ করার কথা ঘোষণা দিয়েছে।#