৭ নভেম্বর ২০১৬ - ০০:৩৭
ইরাকের সামারায় সন্ত্রাসী হামলায় ১০ ইরানি নিহত, আহত ৬১

ইরাকের সামারায় সন্ত্রাসীদের হামলায় ১০ ইরানি জিয়ারতকারী নিহত ও ৬১ জন আহত হয়েছে। ইরানের হজ ও জিয়ারত বিষয়ক কর্মকর্তা মোহাম্মাদ জাওয়াদ দানেশইয়র এ তথ্য জানিয়েছেন।

আবনা ডেস্ক: ইরাকের সামারায় সন্ত্রাসীদের হামলায় ১০ ইরানি জিয়ারতকারী নিহত ও ৬১ জন আহত হয়েছে। ইরানের হজ ও জিয়ারত বিষয়ক কর্মকর্তা মোহাম্মাদ জাওয়াদ দানেশইয়র এ তথ্য জানিয়েছেন।
সামারায় মাজার সংস্কার কাজে নিযুক্ত একজন ইরানি কর্মকর্তা এ সম্পর্কে বলেছেন, আজ (রোববার) সকালে সামারায় ইমাম হাদি (আ.) ও ইমাম হাসান আসকারি (আ.)'র মাজারের পার্কিংয়ে ইরানি জিয়ারতকারীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালায় দুই সন্ত্রাসী। এর ফলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে কয়েক জন নারীও রয়েছেন।
ইরানি কর্মকর্তা আরও জানিয়েছেন, কয়েকজন আহত ব্যক্তিকে হেলিকপ্টারে করে রাজধানী বাগদাদে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রতি বছর ইরানের বিপুল সংখ্যক নাগরিক ইমামদের মাজার জিয়ারতের জন্য ইরাক সফর করেন। পবিত্র মহররম মাসে ইরাকে জিয়ারতকারীর সংখ্যা অনেক বেড়ে যায়।#