‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৯ নভেম্বর ২০১৬

১২:৫৩:৪৮ AM
790738

এম ডব্লিউ এমে’র উপপ্রধানকে গ্রেপ্তার

শিয়া আলেমদেরকে আটক ও শিয়া হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণের পর পাকিস্তানের মাজলিসে ওয়াহদাতে মুসলিমীন দলের উপপ্রধান ‘সৈয়দ আহমাদ ইকবাল রাজাভি’কে আটক করেছে পাকিস্তান পুলিশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: বিশিষ্ট পাকিস্তানি আলেম ও পাকিস্তানের মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনের (এম ডব্লিউ এম) উপপ্রধান হুজ্জাতুল ইসলাম ‘সৈয়দ আহমাদ ইকবাল রাজাভি’কে আটক করেছে করাচী পুলিশ।

গত রোববার (৬ নভেম্বর) শিয়া আলেমদেরকে আটক ও শিয়া হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণের পর গত সোমবার (৭ নভেম্বর) হুজ্জাতুল ইসলাম সৈয়দ আহমাদ ইকবাল রাজাভি’কে আটক করা হয়।

বলা হচ্ছে যে, শিয়া আলেমদেরকে আটক এবং শিয়াদের উপর চাপ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের কারণে হুজ্জাতুল ইসলাম ইকবাল রাজাভিকে আটক করা হয়েছে। অথচ ঐ মিছিলটি কোনরূপ সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

গত রোববার বিকেলে আয়োজিত মিছিলটি এম ডব্লিউ এমে’র প্রধান আল্লামা রাজা নাসের আব্বাসের নেতৃত্বে এ দলের সমর্থকদের উপস্থিতিতে এবং সাহেবা যাদা হামেদ রেজার নেতৃত্বে সুন্নি ইউনিয়ন পরিষদের সমর্থকদের অংশগ্রহণের মধ্য দিয়ে করাচীতে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা পাকিস্তানে শিয়া হত্যা বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানায়।

এদিকে, এ ঘটনার ২ দিন আগে ভোরে পাকিস্তানের কমান্ডো ইউনিট করাচীর ‘রাজাভি’ ইমামবাড়িতে হামলা চালায়।

পাকিস্তানি কমান্ডোরা ঐ ইমামবাড়ি তল্লাশির সময় পবিত্র কুরআনের প্রতি অবমাননা করে এবং তাকে তুলে রাখা কুরআন শরিফগুলোকে মাটিতে ছুঁড়ে ফেলে।

এছাড়া কমান্ডোরা, ঐ ইমামবাড়ীর অভ্যন্তরে থাকা, কারবালায় ইমাম হুসাইন (আ.) এর মাজারের সাদৃশ্য করে প্রস্তুতকৃত মাজারের ভেতর জুতা পরে প্রবেশ করে।

পাকিস্তানের কমান্ডো ইউনিট, এ ইমামবাড়ীতে অবস্থিত ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন (আই এস ও)-এর কার্যালয়ের ভেতরেও তল্লাশী চালায়। এ সময় তারা কার্যালয়ের আসবাবপত্র লন্ডভন্ড করা ছাড়াও ঐ ইমামবাড়ির খাদেমসহ মোট ৪ জনকে আটক করে নিয়ে যায়।

এ ঘটনার নিন্দায় করাচীর জনগণ ঐ বিক্ষোভে অংশগ্রহণ করেছিল।#