আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. হাসান রুহানি গতকাল রোববার (১৩ নভেম্বর ২০১৬) তার খুজেস্তান সফরে শালামচে শহীদদের স্মৃতিসৌধে উপস্থিত হন। সেখানে শালামচে সীমান্ত টার্মিনাল উদ্বোধনের সময় শহীদদের নেতা হযরত ইমাম হুসাইন (আ.) এর যায়েরদেরকে বিদায় জানান।
ধারনা করা হচ্ছে প্রায় ১০ লক্ষ যায়ের (যেয়ারতকারী) এ সীমান্ত দিয়ে ইরাক প্রবেশ করতে পারবে।#







