আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইরাকের কারবালা প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণের তথ্য দিয়ে ইরাকি গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (১৪ নভেম্বর, রোববার) সকালে কারবালা প্রদেশের ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আইন আল-তামার এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে ইরাকি সূত্রগুলো। এতে ৮ ব্যক্তি শহীদ হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
সূত্রগুলোর সংযোজন: গতকাল সকালে ৬ আত্মঘাতী আইন আল-তামার এলাকায় বিস্ফোরণের চেষ্টা চালায়। তবে বিস্ফোরণের আগেই তাদের ৫ জনকে হত্যা করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সৈন্যরা। কিন্তু এক আত্মঘাতী নিরাপত্তা বেষ্টনি পার করে শহরের একটি স্কয়ারে জনগণের মাঝে নিজেকে বিস্ফোরিত করে। আত্মঘাতী এ বিস্ফোরণে অন্তত ৬ ব্যক্তি আহত হয়েছে বলে উল্লেখ করেছে ইরাকি সূত্রগুলো। তবে আহতদের সংখ্যা আরো বেশী বলে ধারনা করা হচ্ছে।









ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়াদ মায়ান জানিয়েছেন, এক্সপ্লোসিভ বেল্টধারী ৬ আত্মঘাতী কারবালা প্রদেশের পঞ্চিমে আইন আল-তামার অঞ্চলের ‘আল-জেহাদ’ এলাকায় হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু নিরাপত্তা দায়িত্বে থাকা সৈন্যরা তাদের ৫ জনকে হামলার আগে হত্যা করতে সক্ষম হয়।
মায়ান আরো জানান: অবশিষ্ট আত্মঘাতীকে নিরাপত্তা দায়িত্বে থাকা সৈন্যরা ঘিরে ফেললে একটি বাড়িতে আশ্রয় নেয় সে এবং সেখানে নিজেকে বিস্ফোরিত করে। ঐ বিস্ফোরণে ৮ জন শহীদ এবং ৬ জন আহত হয়েছেন।
কারবালার প্রাদেশিক কার্যালয়ের এক সূত্র জানিয়েছেন, কারবালা ও আল-আনবার প্রদেশের মিলনস্থল আইন আল-তামার অঞ্চলটি। এটি যায়েরদের যাতায়াতের রুট নয়। এ কারণে কোন যায়েরই ঐ স্থানে উপস্থিত ছিলেন না।
এদিকে, কারবালার প্রাদেশিক কার্যালয়ের আরেক সূত্র জানিয়েছে, আইন আল-তামার থেকে আলজাজিরা প্রতিবেদক জানিয়েছে যে, এ ঘটনায় ১১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। আল আরাবিয়া নিউজ চ্যানেলের প্রতিবেদনে ঘটনায় ১২ জন নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।#