‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২২ নভেম্বর ২০১৬

১:৩৮:৪৭ PM
793523

খুলনায় ইমাম হোসাইন (আঃ)’র পবিত্র চেহলুম পালিত

শিল্পনগরী খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ইমাম হুসাইন (আ.) এর চেহলুম।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: হযরত ইমাম হোসাইন (আঃ) এর পবিত্র চেহলুম উপলক্ষে আজ মঙ্গলবার ২২ নভেম্বর (২০১৬) বিকেলে নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়িতে খুলনা বিভাগীয় কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, শোকানুষ্ঠান ও মাতম মিছিল।

ইমাম বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, ইমাম হোসাইন (আ.) এর শাহাদত জালিমের উপর মজলুমের বিজয়ের স্মারক যা বর্তমান ও অনাগত ভবিষ্যত প্রজন্মকে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, শিয়া মুসলমানরা মজলুম হতে পছন্দ করবে কিন্তু তারা কখনো জালিম হবে না, ইমাম হোসাইন (আ.) এর মহান আত্মত্যাগ থেকে তারা এ শিক্ষাই গ্রহণ করেছে। বর্তমান বিশ্বে মানবতার জন্য হুমকি জঙ্গি ও সন্ত্রাসবাদের উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্য তথা বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিবাদের ঘটনায় যারা ইসলামের নামে নিরীহ ও নিরপরাধ নারী, পুরুষ ও শিশু হত্যা করছে এবং মসজিদ তথা অন্যান্য ধর্মাবলম্বীদের উপানালয়ে বোমা হামলা চালাচ্ছে তারা কোন ইসলামের অনুসারী তা আমাদেরকে বুঝতে হবে। তিনি মুসলমানদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খালিশপুর হাওযা-এ-ইলমীয়ার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী।

আলোচনা শেষে একটি শোক ও মাতম মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমামবাড়িতে গিয়ে শেষ হয়। বৃহত্তম এ শোক মিছিলে খুলনা বিভাগে বসবাসকারী বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও শিয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।

বার্তা প্রেরক

মোঃ ইকবাল

সেক্রেটারী

আঞ্জুমান-এ-পাঞ্জাতানী,

১২, আলতাপোল লেন, খুলনা।