আবনা ডেস্ক: এ পদক্ষেপ বাহরাইনের স্বৈরাচারী সরকারের সিভিল ফোর্স কর্তৃক আহলে বাইত (আ.) অনুসারীদের ধর্মীয় অনুভূতি ও আকিদার প্রতি অবমাননা এবং আঘাত হানার ধারাবাহিকতায় গৃহীত হয়েছে।
বাহরাইনি সৈন্যরা আশুরার (১০ মহররম, ইমাম হুসাইন (আ.) এর শাহাদাতের) দিনও শোক মজলিশের বক্তা ও খতিবদেরকে তলব এবং আশুরা উপলক্ষে স্থাপিত বিভিন্ন পতাকা দেশের অধিকাংশ অঞ্চল থেকেই তুলে নেয়।
প্রসঙ্গত, বাহরাইনের আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপর সাম্প্রদায়িক বৈষম্য এবং জুলুম ও নির্যাতন লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতিতে এ পর্যায়ে পৌঁছেছে যে, এদেশের বিশিষ্ট শিয়া নেতা ও মারজা আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের নাগরিকত্ব কেড়ে নিয়েছে দেশটির স্বৈরাচারী সরকার এবং তাঁর বিরুদ্ধে প্রদত্ত এ রায়ের প্রতিবাদকারী বহু বাহরাইনে আলেমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।#
১৬ ডিসেম্বর ২০১৬ - ১০:৫১
News ID: 798555

মহানবি (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বাহরাইনের বানি হামযা এলাকার বাসিন্দারা যে পতাকা স্থাপন করেছিল তা সরিয়ে দিয়েছে বাহরাইনের নিরাপত্তা বাহিনীর সাথে সম্পৃক্ত সিভিল ফোর্স।