‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

৬ জানুয়ারী ২০১৭

৮:৩৬:৫৯ AM
803073

মানামাতে,

হানুকা উৎসব; বাহরাইন ও ইসরাইলের ঘনিষ্ট সম্পর্কের প্রমাণ

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও গোয়েন্দা বিশেষজ্ঞরা মনে করেন, মানামা’তে হানুকা উৎসবের আয়োজন বাহরাইন সরকারের সাথে জায়নবাদী ইসরাইলের ঘনিষ্ট সম্পর্কেরই প্রমাণ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত ২৪ ডিসেম্বর (২০১৬) বাহরাইনের রাজধানী মানামা’তে ‘হানুকা’ উৎসব (ইহুদিদের বিশেষ ধর্মীয় উৎসব) অনুষ্ঠিত হয়। এ উৎসবে বাহরাইনের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

হিব্রু ভাষায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, উগ্রতাবাদি মুভমেন্টের ইহুদি রাবাইদের প্রতিনিত্বকারী একটি দল, হানুকে উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে বাহরাইনের স্বৈরাচারী রাজা হামদ বিন ঈসা আলে খলিফার আমন্ত্রণে বাহরাইন সফর করেন। ঐ অনুষ্ঠানে আরবীয় পোশাকধারী আরবদের সাথে ইহুদি রাবাইদের নাচের দৃশ্য সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েব সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রেসটিভিকে দেওয়া সাক্ষাতকারে স্কাট রিকার্ড বলেন: বাহরাইন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক এবং গোয়েন্দা বিষয়ক তাদের পারস্পারিক সহযোগিতা, মানামাতে হানুকা উৎসব উদযাপনের মূখ্য কারণ।

তিনি বলেন: আলে খলিফা সরকার জনগণের প্রতিনিধি নয়। ১৯২৯ সাল থেকে মানামা আমেরিকার পূর্ণ মিত্র হিসেবে বিবেচিত।

তিনি আরও বলেন: বাহরাইনে অনুষ্ঠিত হানুকা উৎসবের আয়োজক ইহুদি বংশোদ্ভূত মার্কিন ধনকূবের ‘লেজার শাইনার’ যুক্তরাষ্ট্রে তৎপর ইসরাইলি লবির সক্রিয় সদস্য এবং ইসলাম বিরোধী উগ্রতাবাদীদের মাঝে পরিচিত নাম।

রিকার্ডের সংযোজন: ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের আইডিয়াটা ছিল চমকপ্রদ। কিন্তু হামদ বিন ঈসা আলে খলিফার স্বকীয়তা ও ব্যক্তিত্ব এবং লিজার শাইনার না শান্তির দূত, আর না মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাণিজ্য দূত –এ দু’টি বিষয়কে দৃষ্টিতে রেখে বলা যেতে পারে এ অনুষ্ঠান এভাবে আয়োজনের আইডিয়াটা সঠিক ছিল না।

স্বৈরাচারী আলে খলিফা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাহরাইনের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের বিষয়ে রিকার্ড আন্তর্জাতিক সমাজের নিরবতার সমালোচনা করে বলেন: যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা প্রকাশ্যে আলে খলিফা সরকারের সমর্থন জানিয়ে এসেছে। অথচ বাহরাইনের বহু মানুষ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে নিহত, কারাবরণ অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন।

রিকার্ড বলেন: বাহরাইনে মানবাধিকারের বিষয়ে পশ্চিমা বিশ্ব চোখ বন্ধ করে রেখেছে। কারণ বাহরাইনের শাসক গোষ্ঠী অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক দিক থেকে পশ্চিমাদের জন্য একটি কৌশলগত মিত্র হিসেবে গণ্য।

সাক্ষাতকারের শেষে তিনি বলেন: এমন ঢালাও ভাবে অত্যাচারী শাসকের সমর্থন জানানো পশ্চিমা দেশগুলোর উচিত নয়। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের শাসক গোষ্ঠীর সহযোগিতা বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নীতির অন্তর্ভূক্ত

উল্লেখ্য, ‘হানুকা’ ইহুদি ধর্মের একটি ঈদ বা আনন্দ উৎসবের নাম। ৮ দিন ব্যাপী উদযাপিত এ উৎসব ডিসেম্বর মাসে এবং বড়দিনের প্রায় সমসময়ে অনুষ্ঠিত হয়ে থাকে। ইহুদিরা তাদের প্রাচীন বিজয়গুলোর স্মৃতিচারণ করে এ দিনগুলিকে উদযাপন করে থাকে।# প্রেসটিভি