আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জান্নাতুল বাকী ধ্বংস দিবস উপলক্ষে ঢাকাস্থ মিরপুর কারাবালা ইমামবাড়িতে বিশেষ আলোচনা সভা ও শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর মার্সিয়া পরিবেশিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন মিরপুর কারবালার জুমআর খতিব বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সৈয়দ আফতাব হুসাইন নাকাভি।
এতে ওয়াহাবিদের পরিচিতি তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ফিরোজ আলী আবেদি। এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ ইউনুস আলী গাজী।
আহলে বাইত (আ.) এর ভক্তবৃন্দের (শিয়া ও সুন্নি) উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা ও মাসায়েব পাঠ করেন বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সৈয়দ এহসান হুসাইন হুসাইনি।
রাত ৯টা থেকে শুরু হয়ে ১২টা নাগাদ অব্যাহত থাকা এ শোক অনুষ্ঠানে বক্তৃতা পর্ব শেষ হওয়ার পর নওহাখানি ও মাতমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন জনাব আশিক হুসাইন।
প্রসঙ্গত, প্রতিবছর ৮ই শাওয়াল জান্নাতুল বাকী ধ্বংস দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকে মিরপুর কারাবাল কর্তৃপক্ষ।#







