৬ আগস্ট ২০১৭ - ১৪:৫১
মাশহাদের বিশেষ প্রতিনিধি দলের বাংলাদেশ সফর (ছবি)

ইমামতের ধারার অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর রেজা (আ.) এর জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করাই হচ্ছে এ প্রতিনিধি দলের সফরের প্রধান লক্ষ্য।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দাহেয়ে কেরামত (কেরামতের দশক); হযরত ফাতেমা মাসুমা (সা. আ.) এর জন্মবার্ষিকী থেকে হযরত ইমাম রেজা (আ.) এর জন্মবার্ষিকী পর্যন্ত এই দশ দিনকে দাহেয়ে কেরামত বলা হয়।পবিত্র এ দিবসগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে সফর করছেন ইরানের মাশহাদ নগরীতে অবস্থিত মহানবি (স.) এর বংশধারার অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর রেজা (আ.) এর মাজারের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি দলের সদস্যরা।

এ কর্মসূচীর আওতায় বাংলাদেশ সফর করছেন একটি বিশেষ প্রতিনিধি দল। আগত দলটির নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মাদ মাহদি খালেকি।এছাড়া তার সাথে রয়েছেন হুজ্জাতুল ইসলাম মিসাম সাফারি, আলী ইরফানিয়ান হাফেজ নিয়া এবং হাশেম মাসউদি

রাজধানী ঢাকা, সিলেট, হবিগঞ্জ, খুলনা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে আহলে বাইত (.) এর ভক্তদের মাঝে উপস্থিত হবেন ঐ দলের সদস্যরা

সফরের কর্মসূচীর মধ্যে রয়েছে, ইমাম রেজা (.) এর মাজারের আলম (নিশান/পতাকা) প্রদর্শন, আহলে বাইত (.) এর ভক্তদের মাঝে ইমাম রেজা (.) এর মাজারের পক্ষ থেকে প্রদত্ত তাবারক বিতরণ ও বক্তৃতা ইত্যাদি

ইমামতের ধারার অষ্টম ইমাম হযরত আলী ইবনে মুসা আর রেজা (.) এর জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করাই হচ্ছে এ প্রতিনিধি দলের সফরের প্রধান লক্ষ্য।#