আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ঢাকায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসে পবিত্র ঈদে গাদীর উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতরাতে (শনিবার, ৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মাহফিলটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম ড. আব্বাস ওয়ায়েজি দেহনাভি ও কালচারাল কাউন্সেলর সৈয়দ মুসা হুসাইনি ছাড়াও দূতাবাস ও কালচারাল সেন্টারের কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবার, ঢাকায় অধ্যয়নরত ইরানি ছাত্র-ছাত্রীরা এবং আল-মোস্তাফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার আলেম সমাজের একাংশও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর গাদীরের খোতবার উপর বিশ্লেষণ উপস্থাপন করেন ইরানি কালচারাল কাউন্সেলর সৈয়দ মুসা হুসাইন। এতে প্রধান আলোচনা রাখেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় কাউন্সেলর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. আব্বাস ওয়ায়েজি দেহনাভি।
এছাড়া কাসিদা, কবিতা, গজল পরিবেশন এবং পুরস্কার বিতরণ ছিল এ অনুষ্ঠানের কর্মসূচীর অন্যতম।
প্রসঙ্গত, হযরত আলী ইবনে আবি তালিব (আ.) এর শানে কাওয়ালি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#





