
২১ সেপ্টেম্বর ২০১৭ - ০০:৫৮
News ID: 855466

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): দৈনিক আল-কুদস আল-আরাবি ইয়েমেনে সৌদি জোটের সফলতার বিষয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। ঐ চিত্রে দেখানো হয়েছে যে, সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন বিরোধী জোট হুথিদেরকে নিশ্চিহ্ন করতে এসে ইয়েমেনের বেসামরিক জনগণকে হত্যা করছে।#
