‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

১৩ আগস্ট ২০১৮

১২:২৫:৩৫ AM
905223

হযরত ইব্রাহিম (আ.) নবুয়্যতের দায়িত্ব পালনকালে মহান পালন কর্তার পক্ষ থেকে কিছু কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে সেগুলোতে উত্তীর্ণ হন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হযরত ইব্রাহিম (আ.) নবুয়্যতের মহান দায়িত্ব পালনকালে মহান পালন কর্তার পক্ষ থেকে কিছু কঠিন পরীক্ষার মুখোমুখি হন। পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার পর তিনি ইমামতের মহান মর্যাদায় ভূষিত হন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, নবুয়্যতি দায়িত্বের চেয়ে ইমামতের মর্যাদা অধিক।

আসন্ন হজ্ব-এ ইব্রাহিমী (আ.) উপলক্ষে প্রতিদিন ‘মসজিদুল হারাম থেকে’ শিরোনামে হযরত ইব্রাহিম (আ.) সম্পর্কে একটি করে আয়াত আবনা পাঠকদের উদ্দেশ্যে উপস্থাপন করা হবে। এ পর্যায়ে তৃতীয় আয়াতটি উল্লেখ করা হল।

মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন:

وَإِذِ ابْتَلَىٰ إِبرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قالَ إِنِّي جاعِلُكَ لِلنَّاسِ إِماماً قالَ وَمِنْ ذُرِّيَّتِي قالَ لَا يَنَالُ عَهدِي الظَّالِمِين.

“যখন ইব্রাহিমকে তাঁর পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা (ইমাম) করব। তিনি বললেন: আমার বংশধর থেকেও! তিনি বললেন আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না।” (সূরা বাকারাহ: ১২৪)