‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৩ নভেম্বর ২০১৮

১২:১৮:৪৩ AM
916348

কাবুলে শিয়াদের সমাবেশে আত্মঘাতী হামলা; ২৬ জন হতাহত (ছবি)

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আত্মঘাতী এ হামলায় ৩ নারীসহ ৫ জন বেসামরিক নাগরিক এবং এক সেনা শহীদ হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের রাজধানী কাবুলের মালাক আসগার এলাকায় শিয়াদের সমাবেশে আত্মঘাতী এক হামলায় অন্তত ৬ জন শিয়া মুসলিম শহীদ এবং অপর ২০ জন আহত হয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আত্মঘাতী এ হামলায় ৩ নারীসহ ৫ জন বেসামরিক নাগরিক এবং এক সেনা শহীদ হয়েছে।
গতকাল (১২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১:৪৫ মিনিটে সন্ত্রাসী এ হামলা চালানো হয়। একটি পুলিশ চেকপোষ্টের কাছে আত্মঘাতী ব্যক্তি নিজেকে বিস্ফোরিত করলে এ ঘটনা ঘটে।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী নাজিব দানেশ জানিয়েছেন: মালেস্তান, জাগুরি ও আরযেগান খাস্ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবীতে আয়োজিত সমাবেশের এক কিলোমিটার দূরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তার সংযোজন: আত্মঘাতী পায়ে হেটে ঐ নিরাপত্তা তল্লাশী কেন্দ্রের পাশে এসে তার সাথে থাকা বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটায়।
বিশ্বস্ত এক সূত্র বার্তা সংস্থা আবনাকে জানিয়েছে, শিয়া অধ্যুষিত শহরগুলোতে নিরাপত্তা প্রদানে অবহেলা এবং আফগান কর্তৃপক্ষের উদাসীনতার প্রতিবাদে শিয়াদের ঐ সমাবেশ অনুষ্ঠিত হয়। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি টেলিফোনে শিয়া অধ্যুষিত এলাকাসমূহে নিরাপত্তা জোরদার করার বিষয়ে টেলিফোনে প্রতিশ্রুতি দিলে সমাবেশকারীরা সমাবেশস্থল ত্যাগ করে ফিরে যাচ্ছিলেন। ঐ সময় বিস্ফোরণটি ঘটানো হয়।
প্রসঙ্গত, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলার দায় স্বীকার করেছে।#