‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৫ জানুয়ারী ২০১৯

১:০৭:৫৬ AM
924907

মালয়েশিয়ার সালাঙ্গুর প্রদেশে পালিত হয়েছে হযরত যায়নাব (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মালয়েশিয়ার সালাঙ্গুর প্রদেশে অবস্থিত হাওযা ইলমিয়া ইমাম রেজা (আ.)-এ হযরত যায়নাব (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ বিশেষ মাহফিলটি কুয়ালালামপুর শহরে অবস্থিত ইমাম রেজা (আ.) ইসলামি কেন্দ্র ও হাওযা ইলমিয়াতে অনুষ্ঠিত হয়েছে। এতে ‘হযরত যায়নাব (সা. আ.); আশুরার বার্তাবাহক’ শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করেন অনুষ্ঠানের প্রধান বক্তা। ইসলামি সঙ্গিত পরিবেশন ও অনুষ্ঠান শেষে আপ্যায়নের ব্যবস্থা ছিল উক্ত মাহফিলের কর্মসূচীর অন্যতম।

প্রসঙ্গত, মালয়েশিয়ার ১৩টি প্রদেশের একটি হল সালাঙ্গুর। এর মোট জনসংখ্যা ৪০ লাখ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এ প্রদেশেই অবস্থিত। কুয়ালালামপুর শহরে অবস্থিত ইমাম রেজা (আ.) ইসলামি কেন্দ্র ইতিপূর্বে বেশ কয়েকবার ওয়াহাবি কর্মকর্তাদের হামলার শিকার হয়েছে।

২০১৫ সালের ২২ অক্টোবর ৯ মহররম রাতে ঐ কেন্দ্রের চলমান আযাদারির অনুষ্ঠানের হামলা চালিয়ে ঐ কেন্দ্রের প্রধান ও আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মালয়েশিয় প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ কামেল যুহাইরিকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ।

২০১৬ সালের ১১ অক্টোবর আবারও আযাদারীর অনুষ্ঠানে হামলা চালায় উগ্র ওয়াহাবি কর্মকর্তাদের মদতপুষ্ট JAIS এর সদস্যরা। এ সময় তারা উস্তাদ যুহাইরিসহ মোট ১৫ জনকে আটক করে নিয়ে যায়।

একইভাবে পরবর্তী বছরে, মহররমের আযাদারীতে ব্যস্ত ইরাকি ছাত্র ও তাদের পরিবারের উপর হামলা চালায় পুলিশ। এ সময় পিএইচডি ও মাস্টার্সে অধ্যয়নরত ২ শতাধিক ছাত্রকে তাদের পরিবারের সামনে আটক করে নিয়ে যায়।#