https://bn.abna24.com/xb23L১৪ মে ২০১৯ - ০৮:০২ News ID 941277 সেবা উপমহাদেশের সংবাদ Home সেবা উপমহাদেশের সংবাদ কোয়েটায় মসজিদের সামনে আত্মঘাতী হামলা (সচিত্র) ১৪ মে ২০১৯ - ০৮:০২ News ID: 941277 আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কোয়েটার ডিআইজি রাজ্জাক চিমা বলেন, মসজিদের নিরাপত্তার জন্য পুলিশকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হলে র্যাপিড রেসপন্স গ্রুপের ৪ সদস্য প্রাণ হারান। আহতদের একজনের অবস্থা গুরুতর।