(ABNA24.com) মরক্কোর রাজধানী রাবাতে ষষ্ঠ মুহাম্মাদ অ্যাওয়ার্ড শিরোনামে হেফজ, তারতিল ও তাজবিদের আলোকে জাতীয় কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান বিভিন্ন অঞ্চলের নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে ২০শে মে থেকে শুরু হয়েছে।
এই প্রতিযোগিতার বিচারক কমিটির সমন্বয় কমিটির সভাপতি সাইয়্যেদ মাহদী বালাখদার বলেছেন: পবিত্র রমজান মাস উপলক্ষে মরক্কোর জনগণকে তাফসির ও তাজবিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করানোর জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন: এই প্রতিযোগিতার অনুষ্ঠান মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে: তাজবিদ ও তারতিল সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, মাগরেবীর শৈলীতে ৫ হেজব মুখস্থ ও মাশরেকীর শৈলীতে ৫ হেজব মুখস্থ।
উক্ত প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের শুক্রবার রাবাতে ষষ্ঠ মুহাম্মাদ নামক নারী ও পুরুষ প্রশিক্ষণ কেন্দ্রে কুরআন মাহফিলের পর পুরস্কার বিতরণ করা হবে।
/129
২২ মে ২০১৯ - ০৬:২১
News ID: 943304

মরক্কোর রাজধানী রাবাতে ষষ্ঠ মুহাম্মাদ অ্যাওয়ার্ড শিরোনামে হেফজ, তারতিল ও তাজবিদের আলোকে জাতীয় কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।