(ABNA24.com) মিশরের আল-কালীউবিয়া প্রদেশের ১৩০ জন নারী ও পুরুষ হাফেজকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
মিশরের আল-কালীউবিয়া প্রদেশের “সামারুর খাইর” জামিয়াতের পক্ষ থেকে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসকল হাফেজদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
এই অনুষ্ঠানে ১৩০ জন নারী ও পুরুষ হাফেজকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে। এসকল নারী ও পুরুষদের মধ্যে সম্পূর্ণ কুরআনের হাফেজ, ২০ পারা কুরআনের হাফেজ এবং ১৫ পারা কুরআনের হাফেজ রয়েছেন।
এসকল হাফজদের সম্মাননা প্রদর্শনের পাশাপাশি নগদ অর্থ ও পবিত্র কুরআনের এক খণ্ড পাণ্ডুলিপি অনুদান করা হয়েছে।
/129
২৯ মে ২০১৯ - ০৯:১৮
News ID: 945103

মিশরের আল-কালীউবিয়া প্রদেশের ১৩০ জন নারী ও পুরুষ হাফেজকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।