‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IQNA
সোমবার

৩ জুন ২০১৯

১০:৩৩:৪৪ AM
946812

মিশরে কুরআন হাফেজদের সম্মাননা প্রদর্শন

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মিশরের “আল-জিজা” প্রদেশে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

(ABNA24.com) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মিশরের “আল-জিজা” প্রদেশে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

মিশরের আল জিজা প্রদেশের গভর্নর আহমাদ রাশেদ পবিত্র লাইলাতুল ক্বাদরে ৪০ জন ছেলে ও মেয়ে হাফেজকে সম্মাননা প্রদর্শন করেছেন।

এসকল হাফেজগণ “আল-জিজা” প্রদেশে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।

পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ ছেলে ও মেয়ে হাফেজের বয়স ৭ থেকে ১২ বছর। বিজয়ী এসকল প্রতিযোগীদেরকে সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আল-জিজা প্রদেশে পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ১ হাজার জন অংশগ্রহণ করেছে। সম্পূর্ণ কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ, সাড়ে ৭ পারা হেফজ এবং ৬ পারা হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠান মিশরের আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।



/129