‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IQNA
সোমবার

১০ জুন ২০১৯

৮:৪৯:১৬ AM
949062

সুদানে দুই বিরোধী নেতা গ্রেফতার

সুদানের নিরাপত্তাবাহিনী দেশটির দু’জন বিরোধী নেতাকে গ্রেফতার করেছে। মধ্যস্থতার জন্য আগত ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমদের সাথে রাজধানী খার্তুমে বৈঠকের একটু পরেই মুহাম্মদ ইসমাত ও ইসমাইল জালাব নামে দুই নেতাকে গতকাল গ্রেফতার করা হয়।

(ABNA24.com) সুদানের নিরাপত্তাবাহিনী দেশটির দু’জন বিরোধী নেতাকে গ্রেফতার করেছে। মধ্যস্থতার জন্য আগত ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমদের সাথে রাজধানী খার্তুমে বৈঠকের একটু পরেই মুহাম্মদ ইসমাত ও ইসমাইল জালাব নামে দুই নেতাকে গতকাল গ্রেফতার করা হয়।

সুদানের ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ ও বিক্ষোভকারী উভয় পক্ষের প্রতিনিধিদের সাথে শুক্রবার বৈঠক করেছেন ইথিওপিয়ান প্রধানমন্ত্রী।

বিক্ষোভকারী যেসব নেতার সাথে তিনি বৈঠক করেছেন তাদের মধ্যে ছিলেন বিরোধীদলীয় রাজনীতিক মুহাম্মদ ইসমাত ও সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ নেতা ইসমাইল জালাব। আবি আহমদের সাথে বৈঠকের পর শুক্রবারেই গ্রেফতার করা হয়। আর ইসমাইল জালাবকে তার বাসভবন থেকে গতকাল শনিবার সকালে গ্রেফতার করা হয়। তাদের সহকর্মীরা এ খবর জানিয়েছেন।

তারা বলেন, ভোর ৩ টায় গাড়িতে করে একদল সশস্ত্র ব্যক্তি এসে ইসমাইল জালাবকে কোনো কারণ না জানিয়েই নিয়ে যায়। জালাবের সহকর্মী রশিদ আনোয়ার এ কথা জানান। তিনি আরো জানান, তার দলের মুখপাত্র মুবারক আরদলকেও আটক করা হয়েছে। তিনি বলেন, তাদেরকে কোথায় রাখা হয়েছে তা আমরা জানি না।



/129