১৮ জুন ২০১৯ - ০৩:৫৮
ইসরাইলি পর্যটন প্রতিনিধি দলের তিউনিশিয়ায় সফরের প্রতিবাদে বিক্ষোভ

ইসরাইলি পর্যটন প্রতিনিধি দলের তিউনিশিয়ায় সফরের প্রতিবাদে জানিয়ে সেদেশে জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছে।

(ABNA24.com) ইসরাইলি পর্যটন প্রতিনিধি দলের তিউনিশিয়ায় সফরের প্রতিবাদে জানিয়ে সেদেশে জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছে।

তিউনিশিয়ার জনগণ শনিবার বিক্ষোভ প্রদর্শন করে সেদেশের পর্যটন মন্ত্রী রুনি ট্রাবলিসির পদত্যাগের আহ্বান জানিয়েছে।

তিউনিশিয়ার জনগণ বিশ্বাস করে যে পর্যটন প্রতিনিধি দলের সদস্যরা প্রকৃতপক্ষে ইসরাইলি গুপ্তচর।

এছাড়াও, বিক্ষোভের সময় তিউনিশিয়ার জনগণ ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে যায়নবাদী শাসনের নিন্দা জানিয়েছে।




/129