‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Pars Today
রবিবার

৭ জুলাই ২০১৯

৩:২৮:৩০ AM
958360

শেইখ যাকযাকির মুক্তির ব্যবস্থা করতে হবে: ইরানের মানবাধিকার সংস্থা

ইরানের মানবাধিকার সংস্থা 'সুলহে যিবা' নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের নেতা শেইখ ইব্রাহিম যাকযাকির মুক্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

(ABNA24.com) ইরানের মানবাধিকার সংস্থা 'সুলহে যিবা' নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের নেতা শেইখ ইব্রাহিম যাকযাকির মুক্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে মানবাধিকার সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী কারাবন্দী ইব্রাহিম যাকযাকির শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু তাকে কোনো ধরণের চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় যাকযাকির মুক্তির জন্য জাতিসংঘেরও করণীয় রয়েছে। জাতিসংঘকে তার প্রভাব খাটিয়ে এবং আইনি পদক্ষেপের মাধ্যমে যাকযাকি'র মুক্তির ব্যবস্থা করতে হবে।

ইরানি মানবাধিকার সংস্থা 'সুলহে যিবা' তাদের চিঠিতে আরও লিখেছে, শেইখ যাকযাকি'র হচ্ছেন লাখ লাখ মানুষের নেতা। তার জীবনের জন্য হুমকি তৈরি হয়েছে তা নাইজেরিয়ার শান্তি ও নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে এই সংস্থা।  

সম্প্রতি ইরানের একদল চিকিৎসক ও সাংবাদিক নাইজেরিয়ার মুসলমানদের নেতা শেইখ ইব্রাহিম যাকযাকির মুক্তির দাবিতে তেহরানে জাতিসংঘ দপ্তরের সামনে বিক্ষোভ করেছে। তারা শেইখ যাকযাকির বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার নিন্দা জানিয়েছেন।  

২০১৫ সালে নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম যাকযাকির বাসভবনে হামলা চালিয়ে তাকে আহত অবস্থায় আটক করে দেশটির সেনাবাহিনী। এ সময় তার স্ত্রীকে তারা সঙ্গে করে নিয়ে যায়। ওই সময় সেনাবাহিনীর হামলায় শেইখ যাকযাকির দুই ছেলেসহ শত শত সমর্থক গুলিতে শহীদ হন।#




/129


শেইখ যাকযাকির মুক্তির ব্যবস্থা করতে হবে: ইরানের মানবাধিকার সংস্থা

ইরানের মানবাধিকার সংস্থা 'সুলহে যিবা' নাইজেরিয়ার ইসলামি আন্দোলনের নেতা শেইখ ইব্রাহিম যাকযাকির মুক্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে মানবাধিকার সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন অনুযায়ী কারাবন্দী ইব্রাহিম যাকযাকির শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু তাকে কোনো ধরণের চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় যাকযাকির মুক্তির জন্য জাতিসংঘেরও করণীয় রয়েছে। জাতিসংঘকে তার প্রভাব খাটিয়ে এবং আইনি পদক্ষেপের মাধ্যমে যাকযাকি'র মুক্তির ব্যবস্থা করতে হবে।

ইরানি মানবাধিকার সংস্থা 'সুলহে যিবা' তাদের চিঠিতে আরও লিখেছে, শেইখ যাকযাকি'র হচ্ছেন লাখ লাখ মানুষের নেতা। তার জীবনের জন্য হুমকি তৈরি হয়েছে তা নাইজেরিয়ার শান্তি ও নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে এই সংস্থা।  

সম্প্রতি ইরানের একদল চিকিৎসক ও সাংবাদিক নাইজেরিয়ার মুসলমানদের নেতা শেইখ ইব্রাহিম যাকযাকির মুক্তির দাবিতে তেহরানে জাতিসংঘ দপ্তরের সামনে বিক্ষোভ করেছে। তারা শেইখ যাকযাকির বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার নিন্দা জানিয়েছেন।  

২০১৫ সালে নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের নেতা শেখ ইব্রাহিম যাকযাকির বাসভবনে হামলা চালিয়ে তাকে আহত অবস্থায় আটক করে দেশটির সেনাবাহিনী। এ সময় তার স্ত্রীকে তারা সঙ্গে করে নিয়ে যায়। ওই সময় সেনাবাহিনীর হামলায় শেইখ যাকযাকির দুই ছেলেসহ শত শত সমর্থক গুলিতে শহীদ হন।#