‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Pars Today, ABNA24
মঙ্গলবার

২৩ জুলাই ২০১৯

৫:০১:০০ AM
963609

নাইজেরিয়ায় শেইখ জাকজাকির মুক্তির দাবিতে মিছিল; পুলিশের গুলিতে নিহত ৬

নাইজেরিয়ার রাজধানী আবুজায় ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত ছয় জন নিহত হয়েছেন।

(ABNA24.com) নাইজেরিয়ার রাজধানী আবুজায় ইসলামিক মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম জাকজাকির মুক্তির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভের সময় পুলিশের গুলিতে অন্তত ছয় জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার বিক্ষোভে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে জাকজাকির সমর্থকদের সংঘর্ষ দেখা দেয়। এ সময় জাকজাকির ছয় সমর্থক প্রাণ হারায়। ইসলামিক মুভমেন্টের সদস্য আব্দুল্লাহি মোহাম্মদ বলেছেন, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এলাকায় যাওয়ার পর পুলিশ তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এ সময় তার সামনেই ছয় বিক্ষোভকারী মাটিতে লুটিয়ে পড়েন।

২০১৫ সালে নাইজেরিয়ার জারিয়া শহরে শেখ জাকজাকির সমর্থকদের এক সমাবেশে সেনাবাহিনী হামলা চালায়। এ সময় জাকজাকির ছেলেসহ প্রায় এক হাজার সমর্থক প্রাণ হারায়। সেনাবাহিনী জাকজাকিকেও কারাগারে নিক্ষেপ করে।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কারাগারে তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। এর ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক। জাকজাকির বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ডান চোখে এখন মাত্র ৪০ শতাংশ দৃষ্টিশক্তি রয়েছে।#





/129