‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
শনিবার

১৯ অক্টোবর ২০১৯

১১:৩৫:৪০ AM
988142

কারবালার শোকানুষ্ঠান : হাশদ আশ শাবির সদস্যরা এলেন কুচকাওয়াজ করে

কারবালায় ইমাম হোসেন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাইনের রাতের (অর্থাৎ শুক্রবার দিবাগত রাতের) শোকানুষ্ঠানে সামরিক কুচকাওয়াজের মাধ্যমে অংশ নিলেন ইরাকের জনপ্রিয় হাশদ আশ-শাবির সদস্যরা।

(ABNA24.com) শোককে শক্তিতে পরিণত করার ঘোষণাই যেন তারা দিলেন এর মাধ্যমে। শোকানুষ্ঠানে অংশ গ্রহণকারীর হাশদ আশ-শাবির দলটির কুচকাওয়াজ প্রত্যক্ষ করি হজরত আবুল ফজল আব্বাস (আ) মাজারে। সুশৃঙ্খল দলটি কারবালার ইমাম হোসেন (আ)-এর সেনাপতি আবুল ফজল আব্বাসের প্রতি শ্রদ্ধা জানান সামরিক সালামের মাধ্যমে।

দলটি ধীর লয়ে কুচকাওয়াজ করে ঢোকে হজরত আবুল ফজল আব্বাস (আ)-এর মাজারে। কুচকাওয়াজে অংশগ্রহণকারী হাশদ আশ-শাবির সদস্যদের হাতে কালোসহ নানা বর্ণের পতাকা ছিল। ছিল ইরাকি জাতীয় পতাকা।

শোক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব দলই প্রথমে সাইয়্যেদুশ শোহাদা হজরত ইমাম হোসেন (আ)-এর প্রতি শোক প্রকাশ করে এসেছেন। একই কাজও করেছেন হাশদ আশ-শাবির সদস্যরা।

ঐতিহ্যবাহী শোকানুষ্ঠানে ইরাকি সংগঠনের পাশাপাশি পাকিস্তান, ভারত, লেবানন, তুরস্ক এবং ইরানের নানা সংগঠন অংশ নিয়েছে।

..........
340