১১ অক্টোবর ২০২০ - ০৮:১৪
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল, মৃত ১ লাখ ৮ হাজারের বেশি

ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জনে পৌঁছেছে। দেশে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সরকারি সূত্রে প্রকাশ, গতকাল (শনিবার) সকাল ৮ টা থেকে আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৪ হাজার ৩৮৩ টি নয়া সংক্রমণ ও একইসময়ে ৯১৮ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত মোট ৬০ লাখ ৭৭ হাজার ৯৭৬ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। এরফলে বর্তমানে ৮ লাখ ৬৭ হাজার ৪৯৬ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্রেই ১৫ লাখ ১৭ হাজার ৪৩৪ জন সংক্রমিত এবং ৪০ হাজার ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ২ লাখ ৯১ হাজার ১৯৪ জন আক্রান্ত এবং ৫ হাজার ৫৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৯১ টি নয়া সংক্রমণ এবং ৬২ জনের মৃত্যু হয়েছে।

ভারতে গতকাল (শনিবার) পর্যন্ত মোট ৮ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ২৪২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল ১০ লাখ ৭৮ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮৬.১৭ শতাংশ রোগী সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় করোনা রোগীর হার ১২.৩০ শতাংশ। মৃত্যু হার ১.৫৪ শতাংশ। #    

342/