বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা 'তাসনিম' জানিয়েছে, অগ্নিকাণ্ডে এই ঘাঁটির পাঁচটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সব কিছুই পুড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলের অগ্নিনির্বাপণ সংস্থার ১০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। অস্ত্র গুদামে যাতে আগুন পৌঁছাতে না পারে সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।
এর আগে গত জুনের শেষ দিকে দখলদার ইসরাইলের বন্দর নগরী হাইফায় একটি শিল্প ও লজিস্টিক কমপ্লেক্সে আগুন লাগার পর সেখানে কয়েকটি বিস্ফোরণ ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গত কয়েক মাসে দখলদার ইসরাইলে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু এসব অগ্নিকাণ্ডের কারণ অস্পষ্টই রয়ে গেছে।#
342/