ইসরাইল বারবারই বলছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর তারা আবার গাজা উপত্যকার বিরুদ্ধে সামরিক হামলা শুরু করবে।
জিহাদ আন্দোলন আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, অন্য প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি তারাও ইহুদিবাদী ইসরাইলের আচরণকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষা ও ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসন ঠেকানোর জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে যে আল-আকসা তুফান অভিযান চালানো হয়েছে তাতে জিহাদ আন্দোলনের যোদ্ধারা অংশ নিয়েছে।
৭ অক্টোবরের অভিযানের পর গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইল ইতিহাসের নজিরবিহীন বর্বরতা চালিয়েছে। এর এক পর্যায়ে দুই পক্ষ চারদিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়। এক্ষেত্রে কাতার মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।#
342/