ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ভেনিজুয়েলার বিজ্ঞান বিষয়ক উপমন্ত্রী আলবার্তো কিনতারোর সঙ্গে বৈঠকে বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে দুই দেশের অভিন্ন নীতির কথা তুলে ধরে বলেন, "ভেনিজুয়েলা সম্ভাবনাময় একটি দেশ এবং এই দেশের জনগণের মধ্যে রয়েছে বিপ্লবী চেতনা। ইরানের মতো ভেনিজুয়েলাও শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলা করে স্বাধীনতা এবং অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।"
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরো বলেছেন, "বর্তমানে আধিপত্যবাদী শক্তিগুলো মিথ্যা অজুহাতে স্বাধীনচেতা দেশগুলোর উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে, কিন্তু তা সচেতন জাতিগুলোর মনোবল নষ্ট করতে পারবে না।"
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু ক্ষেত্রে ইরানের উল্লেখযোগ্য সাফল্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের হুমকির মোকাবেলায় ন্যায়কামী দেশগুলোর মধ্যে ঐক্যের একটি দৃষ্টান্ত।"
ভেনিজুয়েলার বিজ্ঞান বিষয়ক উপমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার ক্ষেত্রে ইরানের মূল্যবান অভিজ্ঞতার প্রতি ইঙ্গিত করে বলেন, "ভেনিজুয়েলা সরকার পরমাণু শক্তি, কৃষি, স্বাস্থ্য এবং শিল্পের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ। ভেনিজুয়েলা এ ক্ষেত্রে ইরানকে মডেল বলে মনে করে এবং ইরানের কাছ থেকে এটা শিখতে চায় যে, কীভাবে সর্বোচ্চ চাপ ও নিষেধাজ্ঞাকে উন্নয়ন-অগ্রগতির চালিকা শক্তিতে রূপান্তরিত করা যায়।"
ইরানের সহযোগিতায় ভেনিজুয়েলার বিশ্ববিদ্যালয়গুলোতে পারমাণবিক পদার্থবিদ্যা বিভাগ চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এর পাশাপাশি যৌথ পারমাণবিক গবেষণা জোরদার করা হবে।
ভেনিজুয়েলার বিজ্ঞান বিষয়ক উপমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল তেহরান গবেষণা চুল্লি, পারমাণবিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট এবং ইরানি পারমাণবিক প্রযুক্তি অর্জন প্রদর্শনীসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।#
Your Comment