২১ মে ২০২৫ - ১৯:০৮
Source: Parstoday
পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ বিদেশীরা নয় বরং এই অঞ্চলের দেশগুলোর হাতে লেখা হবে: ইরান

পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন: "পশ্চিম এশিয়ায় টেকসই শান্তি কেবল আঞ্চলিক পক্ষগুলোকে ক্ষমতায়নের মাধ্যমেই অর্জন করা যেতে পারে।"

পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তেহরান সংলাপ ফোরামের বিশেষ ম্যাগাজিনে "পশ্চিম এশিয়ায় সার্বভৌমত্ব ও সংহতি শক্তিশালী করার জন্য নতুন কাঠামো তৈরি" শিরোনামে এক নিবন্ধে লিখেছেন: ইরান বিশ্বাস করে যে পশ্চিম এশিয়ার নিরাপত্তা চ্যালেঞ্জগুলো অভিন্ন। যেমন, সন্ত্রাসবাদ মোকাবিলা করা, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অভিবাসন, সাইবার হুমকি, কিংবা অর্থনৈতিক সংকট প্রভৃতি সব ক্ষেত্রেই এ অঞ্চলের দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত। অতএব, পারস্পরিক শ্রদ্ধা, হস্তক্ষেপ না করা এবং আঞ্চলিক সার্বভৌমত্বের উপর ভিত্তি করে একটি যৌথ কাঠামো গঠন পছন্দ অপছন্দের বিষয় নয় বরং  এটি অতি জরুরি বিষয়।

আরাকচি আরও বলেন, "আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এটা মানতে হবে যে, ইহুদিবাদী ইসরাইল পরিকল্পিতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, লাগামহীন সামরিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের কোনো জবাবদিহিতাও করতে হচ্ছে না। এ অবস্থায় ইসরাইলের নিরাপত্তার কোনো গ্যারান্টি থাকতে পারে না।"

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন: "পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ এ অঞ্চলের বাইরের দেশগুলোর মাধ্যমে নির্ধারিত হবে না বরং  তা হতে হবে এই অঞ্চলের জাতিগুলোর মাধ্যমে।"#

Your Comment

You are replying to: .
captcha