২১ মে ২০২৫ - ১৯:১০
Source: Parstoday
ইরাকের পশ্চিমে দায়েশ জঙ্গিদের গোপন আস্তানা আবিষ্কার

পার্সটুডে: ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা হাশদ আশ-শাবি আল-আনবার প্রদেশে নিরাপত্তা বজায় রাখতে এবং দায়েশ (আইএস) জঙ্গিদের হামলা প্রতিহত করার লক্ষ্যে নতুন একটি অভিযান পরিচালনা করেছে। সেখানে ওই সন্ত্রাসী গোষ্ঠীটির গোপন আস্তানা পাওয়া গেছে।

আল-আনবার প্রদেশ থেকে ইরাকি একটি নিরাপত্তা সূত্র মঙ্গলবার জানিয়েছে, হাশদ আশ-শাবি আল আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলীয় 'হিত' এলাকায় দায়েশের একটি গোপন ঘাঁটিতে অস্ত্র ও বিস্ফোরক পদার্থের উপস্থিতির তথ্য পেয়ে অভিযান চালায়। অভিযানের সময় দায়েশের গোপন ঘাঁটি থেকে প্রচুর অস্ত্র, বিস্ফোরক ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে।

ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পার্স টুডে'র রিপোর্টে বলা হয়েছে, দায়েশ সন্ত্রাসীরা ওই অস্ত্র ও খাদ্যসামগ্রী একটি গোপন সুড়ঙ্গে সংরক্ষণ করছিল। কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি ছাড়াই বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

এদিকে, ইরাকি বাহিনীর ৫৪তম ব্রিগেডের কমান্ডার সালাহ আল-ইসাওয়ি জানিয়েছেন, আনবার প্রদেশের কৃষকদের সুরক্ষায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, "এই পদক্ষেপগুলো পপুলার মোবিলাইজেশনের সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনার অংশ এবং আনবারের বিভিন্ন এলাকায় সম্ভাব্য সন্ত্রাসী হুমকি রোধ করার লক্ষ্যে তা পরিচালিত হচ্ছে।"

একই সময়ে, ইরাকি সেনাবাহিনী বিভিন্ন প্রদেশের দুর্গম ও পাহাড়ি এলাকায় টানা বিমান হামলা, তল্লাশি অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে, যাতে করে আইএস জঙ্গিদের গোপন ঘাঁটি ও সুড়ঙ্গ ধ্বংস করা যায় এবং তারা যেন গ্রামের ওপর হামলা বা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে না পারে।#

Your Comment

You are replying to: .
captcha