১২ ডিসেম্বর ২০২৫ - ১২:১২
মা ফাতেমা (সা.আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।

আল মাহদী (আ.ফা.) যুব সংঘ নড়াইল এর উদ্দ্যগে/মসজিদ আল আবু তালিব (আ.) নড়াইলে মিলাদ মাহফিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): “মা ফাতেমা (সা.আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান




আগামী শনিবার হযরত সিদ্দিকা তাহেরা মা ফাতেমা (সা.আ.)-এর বরকতময় জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে।


তারিখ: ১৩ই ডিসেম্বর শনিবার

সময়: দুপুর ১:৩০ টা থেকে

স্থান: মসজিদ আল আবু তালিব আঃ নড়াইল

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মানক্বাবত, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকল মোমিন ও মোমেনাত কে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ রইল।


আপনাদের অংশগ্রহণই অনুষ্ঠানের সৌন্দর্য ও বরকত বাড়াবে ইন শা আল্লাহ।

Tags

Your Comment

You are replying to: .
captcha