ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (শনিবার) যাকযাকি'র চিকিৎসার অনুমতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ইরান আশা করছে শেখ ইব্রাহিম যাকযাকি ও তার স্ত্রী'র চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। নাইজেরিয়ার সরকার শেইখ যাকযাকিকে মুক্তি দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
২০১৫ সালে যারিয়া শহরে যাকযাকির বাসভবনে হামলা চালায় নাইজেরিয়ার সেনাবাহিনী। এ হামলায় যাকযাকির দুই ছেলে ও তার শত শত সমর্থক শহীদ হন। এ সময় ইব্রাহিম যাকযাকিকে আহত অবস্থায় আটক করা হয়।
নাইজেরিয়ার একটি আদালত যাকযাকিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেও সরকার এখন পর্যন্ত তাকে আটক রেখেছে।
............
300