(ABNA24.com) তানজানিয়ায় অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সূরা হামদের ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন।
তানজানিয়ায় অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশে বলেছেন: পবিত্র রমজান মাস উপলক্ষে কালচারাল সেন্টারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগ্রহী ব্যক্তিরা কাগজের উপর কলম দিয়ে সূরা হামদ লিখে, তার ছবি তুলে তানজানিয়ায় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে প্রেরণ করার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
প্রেরিত সকল ছবি বিশ্লেষণ করে ৪ জনকে বাছায় করা হবে এবং তাদেরকে মূল্যবান পুরুষকার প্রদান করা হবে।
/129
১৩ মে ২০১৯ - ১০:৩৫
News ID: 941105

তানজানিয়ায় অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সূরা হামদের ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছেন।