‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৩ ফেব্রুয়ারী ২০২২

৮:২৩:২৭ AM
1232527

দীর্ঘ বন্ধের পর আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে শিক্ষার্থীরা

করোনা পরিস্থিতিতে বন্ধ থাকার পর আজ থেকে আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার) দেশের মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ায় উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : শিক্ষার্থী এবং শিক্ষকগণ স্বীকার করেছেন, শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠ দান এবং শিক্ষা গ্রহণের বিকল্প হিসেবে ভার্চুয়াল বা অনলাইনে ক্লাশ তেমন কার্যকর, আনন্দদায়ক এবং  প্রাঞ্জল  হতে পারে নি।  

করোনাকালীন স্বাস্থ্যবিধি  মেনে এবং  দুই ডোজ টিকা গ্রহণকারী  শিক্ষার্থীরাই আজ শ্রেণিকক্ষে ফিরেছে। অন্যদের অনলাইনে  ক্লাস করতে বলা হয়েছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী আজ জানিয়েছেন, বারো বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীরা যারা টিকার আওতায় আসে নি তারাও স্বাস্থ্যবিধি মেনে শ্রেনিকক্ষে যোগ দেবেন। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী  প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২ মার্চ। তবে আপাতত বন্ধ থাকছে  প্রাক-প্রাথমিক বিদ্যালয়সমুহ। 
উল্লেখ্য, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ খোলার আগে ২০ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে আছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশমুখসহ অন্যান্য স্থানে কোভিড-১৯ অতিমারি সম্পর্কিত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়সমূহ ব্যানার বা অন্য কোনো উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করা। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পথে সব শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী-অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় অনলাইন ভার্চ্যুয়াল প্ল্যাটফরমে শিখন-শেখানো কার্যক্রম অব্যাহত রাখবে।

শিক্ষার্থীদের ভিড় এড়ানোর জন্য প্রতিষ্ঠানের সবগুলো প্রবেশ/প্রস্থান মুখ ব্যবহার করার ব্যবস্থা করা। যদি কেবল একটি প্রবেশ/প্রস্থান মুখ থাকে সেক্ষেত্রে একাধিক প্রবেশ/প্রস্থান মুখের ব্যবস্থা করার চেষ্টা করা। 
প্রতিষ্ঠানের একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখা। প্রতিষ্ঠানের সব ভবনের কক্ষ, বারান্দা, সিঁড়ি, ছাদ এবং আঙিনা যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা।
প্রতিষ্ঠানে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা করা। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা। এক্ষেত্রে পারস্পরিক তিন ফুট শারীরিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা করা।  প্রতিষ্ঠানের সব ওয়াশরুম নিয়মিত সঠিকভাবে পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা।

এদিকে  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ রাখতে চাই না।  তবে শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।  

আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তন থেকে দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানকে যুক্ত করে ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন জাতীয় শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।   
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আজ থেকে শুরু হলো নতুন কারিকুলামের আওতায় ষষ্ঠ শ্রেণির নতুন পাঠ্য বইয়ে পাঠদানের পাইলটিং কার্যক্রম।#



342