হান্দালা

  • গাজার দিকে এগিয়ে যাচ্ছে নয়া জাহাজ হান্দালা

    গাজার দিকে এগিয়ে যাচ্ছে নয়া জাহাজ হান্দালা

    অবরুদ্ধ গাজার ওপর অবরোধ ভাঙতে নতুন আরেকটি জাহাজ যাত্রা শুরু করেছে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন এই জাহাজের নাম ‘হান্দালা'। সঙ্গে ত্রাণ নিয়ে জাহাজটি ইতালির সিরাকুসা থেকে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে।