১৩ এপ্রিল ২০২৫ - ২৩:১৮
Source: Parstoday
হাসপাতাল ধ্বংসের পাশাপাশি রাফাহ অবরোধ; গাজা ধ্বংসের পরিকল্পনা যেভাবে বাস্তবায়ন হচ্ছে

পার্সটুডে- ইসরাইলের সেনাবাহিনী গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে হামলা করেছে। এর ফলে ঐ চিকিৎসা কেন্দ্রের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

আজ সকালে হাসপাতালের জরুরি বিভাগে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলদার ইসরাইল, এর ফলে অভ্যর্থনা কক্ষ, পরীক্ষাগার এবং ফার্মেসি বিভাগ ধ্বংস হয়ে যায়। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, উত্তর গাজার অন্যতম প্রধান হাসপাতাল হলো আল-আহলি হাসপাতাল। ইসরাইলি বাহিনীর বোমা হামলার পর সেখানকার পরিস্থিতি সংকটময় হয়েছে। আল-আহলি হাসপাতাল থেকে শত শত রোগীকে সরিয়ে নেয়া হয়েছে কিন্তু তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।

গাজার তথ্য কেন্দ্র এক বিবৃতিতে জোর দিয়ে বলেছে, এই আক্রমণটি গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করার ইসরাইলি সামরিক পরিকল্পনার অংশ। এর আগে গাজার ৩৪টি হাসপাতাল ইসরাইলি বাহিনী ধ্বংস করেছে। এই বিবৃতিতে, ইসরাইলি অপরাধযজ্ঞে সমর্থন ও সহযোগিতা করায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো বিশেষকরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সমালোচনা করা হয়েছে।

গাজার উত্তর ও দক্ষিণে দখলদার বাহিনীর অগ্রগতি

এই হামলার পাশাপাশি ইহুদিবাদী সামরিক বাহিনী গাজা শহরের আল-দারজ এবং আল-তুফাহ এলাকায় তাদের স্থল অভিযান বাড়িয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, এই অভিযানের লক্ষ্য ছিল একটি বাফার জোন তৈরি করা এবং কৌশলগত অঞ্চলগুলোর উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। খবরে বলা হয়েছে, রাফাহ এলাকাতেও সম্পূর্ণ ভাবে ঘিরে ফেলা হয়েছে এবং এলাকাটিকে একটি নিরাপত্তা বলয়ে পরিণত করার জন্য সেখানকার ভবনগুলো ভেঙে ফেলছে। ইহুদিবাদী সংবাদপত্র হারেৎজ রাফাহর বাসিন্দাদের ফিরে আসার উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত

খান ইউনিসে আবাসিক বাড়িগুলোতে বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। নুসিরাত, আব্বাসান আল-কাবাইরা এবং আল-মানারার মতো এলাকাগুলোতে কামান এবং বিমানের সাহায্যে হামলা চালানো হয়েছে।

প্রতিরোধ সংগ্রামীদের প্রতিক্রিয়া: এশকোলের ইহুদি বসতিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অপরাধের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এশকোলের ইহুদি বসতিতে রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলের চ্যানেল-১২ ঘোষণা করেছে, গাজা উপত্যকা থেকে দক্ষিণ গাজা উপত্যকার এশকোলের ইহুদি বসতিতে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে।

ইয়েমেনের আবাসিক এলাকায় ব্যাপক মার্কিন বিমান হামলা

ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের ধারাবাহিকতায় শনিবার রাতে দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচবার হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সা'দা এলাকাতেও বিমান হামলা হয়েছে। আল-মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, মার্কিন জঙ্গিবিমানগুলো পশ্চিম ইয়েমেনের আল-হোদাইদাহ প্রদেশের উত্তর-পশ্চিমে আল-মুনিরাহ অঞ্চলেও দুই দফা হামলা চালিয়েছে।#

342/

Your Comment

You are replying to: .
captcha