১৭ মে ২০২৫ - ২৩:৫৪
Source: Parstoday
পশ্চিম এশিয়া থেকে ট্রুম্যানের প্রস্থান, জেরুজালেমে ইহুদিবাদ-বিরোধী অভিযান ও ১১৫ ফিলিস্তিনি শহীদ

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এই অঞ্চল থেকে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান ফিরিয়ে নেয়ার খবর দিয়েছেন। 

পার্সটুডে'র তথ্য বলছে, শুক্রবার রাতে একজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এই অঞ্চল (পশ্চিম এশিয়া) ছেড়ে যাচ্ছে এবং এই রণতরীর পরিবর্তে নতুন রণতরী পাঠানোর কোনো পরিকল্পনা নেই। লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যান বারবার ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অপর রণতরী ইউএসএস কার্ল ভিনসনও পাঠিয়েছিল। কিন্তু এই পদক্ষেপ ইয়েমেনের আনসারুল্লাহর আক্রমণের তীব্রতা কমাতে পারে নি।

মার্কিন উপস্থিতি এই অঞ্চলকে পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে: আনসারুল্লাহ

ইয়েমেনের আনসারুল্লাহ'র তথ্য সংস্থার প্রধান নাসরুদ্দিন আমের শুক্রবার রাতে লোহিত সাগরে মার্কিন সামরিক উপস্থিতির সমালোচনা করে বলেছেন, মার্কিন উপস্থিতি এই কৌশলগত অঞ্চলটিকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে।

আল জাজিরার সাথে কথা বলতে গিয়ে আমের জোর দিয়ে বলেন, মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান তার মিশনে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, দখলদার ইসরাইল আগের চেয়েও বেশি দুর্বলতা দেখিয়েছে এবং আমেরিকা স্পষ্টতই এতে হাল ছেড়ে দিয়েছে।

অধিকৃত জেরুজালেমে ইহুদিবাদ বিরোধী অভিযান

গত সন্ধ্যায় ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, আল-আকসা মসজিদের কাছে বেশ কয়েকজন ইহুদিবাদীকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে। এতে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য আহত হয়েছে। গত কয়েক দিনের মধ্যে এটি ইহুদিবাদীদের উপর দ্বিতীয় আক্রমণ।

ইসরাইলি হামলায় ১১৫ ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইলের হামলায় শহীদের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ১ লাখ ২০ হাজার ২১৪ জন। 

আরব লীগ শীর্ষ সম্মেলনের পর ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেন বলেছেন, আগামী শনিবার বাগদাদে আয়োজিত আরব লীগের শীর্ষ সম্মেলনের পর তিনি তেহরান সফর করবেন। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হবে।#  

Your Comment

You are replying to: .
captcha