‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৬ আগস্ট ২০২১

১২:০৩:৫৯ PM
1170127

ইরান থেকে 'দিনের আলোয়' তেল আমদানি করব

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল আমদানির জন্য অবশ্যই তার সংগঠন কার্যকর ব্যবস্থা নেবে এবং এই পদক্ষেপ নেয়া হবে দেশের জনগণের জ্বালানির চাহিদা পূরণ করার জন্য। জ্বালানি তেলের মারাত্মক সংকটের কারণে লেবাননের অর্থনৈতিক অবস্থা যখন দিন দিন খারাপ হচ্ছে তখন এই কথা বললেন হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (রোববার) তিনি আরো বলেন, ইরান থেকে তেল আমদানি করা হবে দিনের আলোয়, রাতের আঁধারে নয়। লেবাননের জ্বালানি সংকট দূর করার জন্য পদক্ষেপ নিতে হিজবুল্লাহ সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও জানান তিনি।

হাসান নাসরুল্লাহ বলেন, লেবাননের ভেতরে যারা জ্বালানি তেলের মজুদ গড়ে তুলেছে তারা খোলাবাজারে তা বিক্রি করতে পারে। দেশের চলমান সঙ্কটের মধ্যে অনেকেই জ্বালানি তেল প্রতিবেশী সিরিয়ায় পাচার করছে বলেও উল্লেখ করেন হিজবুল্লাহ নেতা।

লেবাননের ভেতরে যে সমস্ত অন্তর্ঘাতমূলক কাজ হচ্ছে এবং দীর্ঘসময় বিদ্যুৎ না থাকার যে ঘটনা ঘটছে সেগুলোর জন্য বৈরুতে মার্কিন দূতাবাস ‘অপারেশন রুম’ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, লেবাননে এখন যা ঘটছে ঠিক একই ঘটনা ঘটেছে ইরাকে। তিনি বলেন, মার্কিনীদের বিশ্বাস করলে লেবাননের পরিণতি আফগানিস্তানের মতো হবে। তবে হিজবুল্লাহ সদস্য, লেবাননের জনগণ ও সামরিক বাহিনী মার্কিনিদের এই অপতৎপরতা রুখে দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন হাসান নাসরুল্লাহ।#

342/