২১ অক্টোবর ২০২১ - ১৬:২৫
'আফগানিস্তানে আগ্রাসনকারীদের দায়িত্ব নেয়ার আহ্বান'

রাশিয়ার রাজধানী মস্কোয় আফগানিস্তান বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যে সমস্ত দেশ আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালিয়েছিল সেসব দেশকে আফগানিস্তানের পুনর্গঠনের দায়িত্ব নেয়ার জন্য এই সম্মেলন থেকে আহ্বান জানানো হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সাম্প্রতিক সময়ে এ নিয়ে আফগানিস্তান ইস্যুতে রাশিয়া তৃতীয় দফা সম্মেলনের স্বাগতিক দেশ হলো। গতকাল (বুধবার) অনুষ্ঠিত এ সম্মেলনে রাশিয়া ছাড়াও চীন, পাকিস্তান, ইরান, ভারত, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান  এবং উজবেকিস্তান থেকে প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে আফগান তালেবানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যোগ দেয়।

সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "যুদ্ধপরবর্তী আফগানিস্তানের অর্থনৈতিক সংকট মোকাবেলা ও আর্থিক পুনর্গঠন ও উন্নয়নের দায়িত্ব তাদেরকেই নিতে হবে যারা গত বিশ বছর ধরে দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছিল।"

এ বিবৃতিতে সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য তালেবানের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ধরনের সরকার গঠন হলে আফগানিস্তানের জাতীয় ঐক্য প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়

২০০১ সালে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা সন্ত্রাসবিরোধী লড়াইয়ের ধোয়া তুলে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়#

342/